মোহনীয় সুহাসিনী টয়া’র মিউজিক ভিডিও ‘সুখের জন্য’
রেডিও, টেলিভিশন, ইউটিউব, চলচ্চিত্র সব খানেই রেখেছেন মেধার স্বাক্ষর রেখেছেন এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া।
মোহনীয় সুহাসিনী টয়া সম্প্রতি দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন। তবে মুক্তি পেয়েছে তার নতুন কাজ। টয়া লাক্স সুপারস্টার থেকে বের হয়েছেন ২০১১ সালের শুরুতে। তারপর থেকে কখনো বিজ্ঞাপন, নাটক বা টেলিছবি করেছেন।
২০১৬ সালের শেষ দিকে প্রকাশ পায় টয়ার ‘লোকাল বাস’ গানের মিউজিক ভিডিও। তারপরই বদলে যায় সব হিসাব-নিকাশ। গানটির ‘হিট’ তকমা লাগার পরপরই একাধিক মিউজিক ভিডিওর জন্য প্রস্তাব পেতে থাকেন টয়া।
সম্প্রতি মুক্তি পেয়েছে মোহনীয় সুহাসিনী টয়া’র নতুন মিউজিক ভিডিও ‘সুখের জন্য’। গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন নিশ। গানটি গেয়েছেন নিশ নিজেই।
নতুন এই মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন টয়া। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রাজু শামসের।
জনপ্রিয় এই লাক্স তারকার নতুন মিউজিক ভিডিও ‘সুখের জন্য’ নেটদুনিয়ায় মুক্তির পর বেশ প্রশংসা কুঁড়িয়ে নিচ্ছে। বেশ সাড়া পাচ্ছে মিউজিক ভিডিওটি।