মেয়র নয়, কামলা হিসেবে কাজ করতে চাই: মেয়র আতিকুল ইসলাম

২১৯

মেয়র নয়, কামলা হিসেবে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। বিকেলে তাঁর নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পথচারীদের ফুটপাথ পথচারীদের কাছে ফিরিয়ে দেয়া হবে। এসময় আগামী ১৭ তারিখ “লাভ ঢাকা ” স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।

ডিএনসিসির কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্য করে মেয়র বলেন, ডিএনসিসিতে দুর্নীতি বরদাস্ত করা হবে না। সবাইকে সেবার মন-মানুষিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে ডিএনসিসির উর্ধতন কর্মকর্তা, কর্মচারী সহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like