মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত

বাগেরহাটের মোংলায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, বায়জিদ হোসেন, জাকারিয়া ও মোহাম্মদ সাকিব। তারা তিনজনই বন্ধু।

বুধবার রাতে চাঁদপাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চাঁদপাই মেলা থেকে মোংলায় ফেরার পথে মৌখালি ব্রিজের কাছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে পাশের চিংড়ি ঘেরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

You might also like