মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা, নিহত ২
টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন জেলার কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের জাবরাজান গ্রামের আফজাল হোসেনের ছেলে মোটরসাইকেল চালক শিশির (৩০) ও ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে পথচারী আন্তাজ আলী মন্ডল (৬৫)।
শুক্রবার (২ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের চিতুলিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুই যুবক মোটরসাইকেলযোগে বঙ্গবন্ধু সেতু থেকে গোবিন্দাসীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আন্তাজ আলীর সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে গাছের সঙ্গে গিয়ে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শিশির নিহত হন। আর মোটরসাইকেলের পেছনে থাকা যুবক ও পথচারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আন্তাজ আলীর মৃত্যু হয়। অপরজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এএসআই পলাশ জানান, মরদেহ দুটি হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।