মৌলভীবাজারে কালো ধারা বাতিলের দাবিতে মানববন্ধন

৯৩

গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা বিরোধী ডিজিটাল নিরাপত্তা আইনের কালো ধারা বাতিলের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ করেছে মৌলভীবাজারে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকরা।

দুপুরে মৌলভীবাজার শহরের কোর্ট রোডস্থ প্রেসক্লাবের সম্মুখে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ সালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটির সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, ইমজা সভাপতি শাহ অলিদুর রহমানসহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা আইনের কালো ধারা গুলো সংশোধনের দাবি জানান।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like