মৌলভীবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

১০২

পরিবেশ রক্ষা ও জরবায়ু পরির্বতন রোধে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

মৌলভীবাজারে সপ্তাহব্যাপী বনজ ও ফলজ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, বন বিভাগের বেদখল জমি উদ্ধার করে বনায়ন করা হবে। এ ব্যাপারে তালিকা তৈরী করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বন কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ, জেলা প্রসাশক নাজিয়া শিরিনসহ অন্যরা।

নিউজ ডেস্ক/ বিজয় টিভি

You might also like