ম্যারাডোনার যৌন কেলেঙ্কারি খবর ফাঁস

১৬৬

এবার ফাঁস হলো এক ফুটবলারের স্ত্রীর সাথে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার যৌন কেলেঙ্কারি খবর  আর এঘটনা ফাঁস করলেন মির্থা লেগ্র্যান্ড নামে আর্জেন্টিনার এক টিভি স্টার।

মির্থার দেওয়া তথ্য অনুযায়ী, ইন্টার মিলানের ফুটবলার মাউরো ইকার্দির বর্তমান স্ত্রী ওয়ান্ডা নারার সঙ্গে একসময় শারীরিক সম্পর্কে জড়িত ছিলেন আর্জেন্টাইন লিজেন্ড ম্যারাডোনা।

ঘটনাটি ২০০৬ সালের। বুয়েন্স আইরেসের কস্তা গালানা হোটেলে উঠেছিলেন মির্থা। আর তার পাশের রুমেই উঠেছিলেন ম্যারাডোনা ও নারা। সেসময় নারার বয়স ছিল ১৮ ও ম্যারাডোনার বয়স ৪৫ বছর। রাতে নারা ও ম্যারাডোনা এমন যৌনতায় মেতে উঠতেন যে পাশের রুম থেকে তার শব্দ, আসবাব সরানোর শব্দ শুনতে পেতেন মির্থা। যার কারণে ঘুমের ব্যাঘাত হত মির্থার।

বিজয় টিভি/ নিউজ ডেস্ক

You might also like