ময়মনসিংহে করোনায় মৃত্যু ১, শনাক্ত ১৭৫
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে এক জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আইসিইউতে চিকিৎসাধীন ছয়জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৯২ জন চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৪৭ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেষ্টে ৬৪৪টি নমুনা পরীক্ষা করে ১৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ শতাংশ।