ময়মনসিংহে ডেঙ্গুরোধে ছাড়া হচ্ছে ১ লাখ ‘মশাভুক মাছ’ ছাড়ার সিদ্ধান্ত
ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী স্কুলে পাশের বড় নালায় ‘মশাভুক মাছ’ অবমুক্ত করছেন মেয়র। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশন মেয়র মো. ইকরামুল হক টিটু নগরীর বিদ্যাময়ী স্কুলের পেছনের বড় নালায় ও স্কুল পুকুরে প্রায় ৭ হাজার ‘মশাভুক মাছ’ অবমুক্ত করেন।
সপ্তাহখানেকের মধ্যে নগরীর প্রায় ৩শ কিলোমিটার নালা ও ১২টি নর্দমায় প্রায় লক্ষাধিক মশাখেকো মাছ অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.লুৎফুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি