ময়মনসিংহ ৪ দফা দাবিতে নার্সিং শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ

১২২

ময়মনসিংহে বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য নতুন কারিকুলাম রিভিউ এবং পুরাতন কারিকুলাম বহাল রাখার দাবিতে আবারো বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বুধবার সকালে ৪ দফা দাবিতে ক্লাস, পরীক্ষা বর্জন করে নার্সিং কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চরপাড়া মোড়ে এসে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। এসময় বক্তব্য রাখেন, নার্সিং স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, সদস্য শাকিল, অপূর্বসহ অন্যরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষনা দেন বক্তারা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like