যমুনা ও ব্রহ্মপুত্রের পানি কমতে শুরু করেছে

৯০

যমুনা ও ব্রহ্মপুত্রের পানি কমতে থাকলেও জামালপুরে বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

গত ২৪ ঘন্টায় যমুনার পানি ২৭ সেন্টিমিটার কমে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি বিপদসীমা অতিক্রম করায় জেলার ৬২টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বসতবাড়িসহ, চাতাল মিল, মুরগীর খামার, গরুর খাবার, ফসলেন মাঠ। বন্যা কবলিত এলাকায় ১১শ ২০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা হয়েছে। এদিকে পানি কমতে থাকলেও খাবারের অভাব ও বিশুদ্ধ পানি এবং গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like