যশোরের মণিরামপুরে এখলাস নামে এক কলেজছাত্র খুন
যশোরের মণিরামপুরে এখলাস নামে এক কলেজছাত্র খুন হয়েছেন।
আজ (মঙ্গলবার) ভোরে উপজেলার পলাশী মাধ্যমিক বিদ্যালয়ের মসজিদের পেছন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সকালে মসজিদের টিউবওয়েলে পা ধুতে এসে এলাকার একব্যক্তি মরদেহ দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে এ হত্যার ঘটনা ঘটতে পারে। তবে তদেন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি