যশোরে উদীচী সম্মেলনে বোমা হামলার ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন
ক্রান্তি কালে যন্মেছি যুদ্ধে যুদ্ধে বেড়েছি” এই শ্লোগান সামনে রেখে সাম্প্রদায়িক উগ্র মৌলবাদী ও জঙ্গি কর্তৃক যশোরে উদীচী’র জাতীয় সম্মেলনে ইতিহাসের জগন্নতম বোমা হামলায় জড়িতদের বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালিত।
(৬ মার্চ) শনিবার সকাল ১১ টর দিকে প্রেসক্লাবের সামনে গানের মধ্যমে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বরগুনা জেলার উদীচীর নেতৃবৃন্দ।
এসময় উদীচীর শিল্পী বৃন্দরা একাদিক প্রতিবাদী সংগীত পরিবেশন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, উদীচী বরগুনা জেলা শাখার সভাপতি অ্যাড. মোতালেব , সাবেক সভাপতি অ্যাড. শাজাহান মিয়া, সহ সভাপতি মনির হোসেন কামাল ও সহ সভাপতি আঃ সোবহান প্রমুখ।