যশোরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন উপজেলার ধান্যখোলা গ্রামের আব্দুল খালেকের ছেলে মুদি ব্যবসায়ী মোহিন (৩৬) ও একই গ্রামের রমজান আলীর ছেলে আশরাফুল আলম (৪৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত ৮ টার দিকে মোহিন ও আশরাফুল নাভারন বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে যশোর বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোহিন ও আশরাফুলের মুত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ দু‘জনের মরদেহ উদ্ধার করে। আহত দু’জনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দু‘জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে শার্শা থানায় সাধারণ ডায়েরি দায়ের হয়েছে।