যাত্রাবাড়ীতে স্টিল মিলে বিস্ফোরণ, ৩ শ্রমিক দগ্ধ

১৩

রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া শাহরিয়ার স্টিল মিলে লোহা গলানোর সময় পুরাতন লোহার বন্ধ পাইপ বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মো. শাহিন (২৫), মো. আক্তার হোসেন (৫৫) ও মো. মাইনুদ্দিন (২২)।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় এই দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, জরুরি বিভাগে দগ্ধদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে শাহিনের শরীরের ৯৫ শতাংশ, মাঈনুদ্দিনের ৫৪ শতাংশ ও আক্তার হোসেনের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে এবং আক্তার হোসেনকে আইসিইউতে রেফার্ড করা হয়েছে। তাদের শরীরে গলিত লোহা পড়ে বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে।

You might also like