যাত্রীদের কাছে বেশী ভাড়া নেয়া হলে কঠোর ব্যবস্থা: সড়ক ও সেতুমন্ত্রী
এবার ঈদে সড়কের অবস্থা অতীতের চেয়ে ভালো, তাই প্রত্যাশা স্বস্তিতেই কাটবে ঘরে ফেরা মানুষের ঈদ যাত্রা।
শনিবার (৩০ এপ্রিল) সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন প্রত্যাশার কথা জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে এমন অভিযোগের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, আমি অভিযোগ অস্বীকার করছি না। আমরা কিছু পরিবহনকে জরিমানা করেছি। যাত্রীদের কাছে বেশী ভাড়া নেয়া হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, এসব দেখার জন্য আমাদের ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এসময় সড়ক পরিবহন ও পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।