যানজট কমেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

১৮৪

মির্জাপুরে ধেরুয়ায় ও কালিয়াকৈরের লতিফপুরে রেলওয়ের দুটি অভার ব্রিজ খুলে দেওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু একসেস জাতীয় মহাসড়কে যানজট অনেকটা কম। যাত্রীরাও জানিয়েছেন স্বস্তির কথা।

নতুন করে ২৭ ব্রিজ কালভার্ট চালু করায় যানবাহন চলাচল আরও সহজ হয়েছে। এছাড়া চারলেন প্রকল্পের কাজ দ্রুত গতিতে হওয়ায় মহাসড়কে যানজট থাকবে না বলে করছেন স্থানীয় জনসাধারণ।

যানজট মুক্ত রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে স্টাকিং ফোর্স,জেলা ও থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন ও আনসার মোতায়েন করা হয়েছে।

বিজয় টিভি/নিউজ ডেস্ক

You might also like