যারা দেশে মাদক সরবরাহ করছে তারা দেশকে ধ্বংসের চক্রান্ত করছে বলে মন্তব্য আমির হোসেন আমু

১৪০

যারা দেশে মাদক সরবরাহ করছে তারা দেশকে ধ্বংসের চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-২ আসনের সাংসদ আমির হোসেন আমু।

দুপুরে ঝালকাঠি জেলা যুব উন্নয়ণ প্রশিক্ষণ কেন্দ্রে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদরোধে এক জনসচেতনতামূলক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত মাদকের ব্যাপারে সকলকে সোচ্চার হওয়ার পরামর্শ দেন তিনি।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ আরো অনেকে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like