যারা মাস্কের দাম বাড়াচ্ছে তারা গণদুশমন : ডেপুটি স্পিকার

৮৩

করোনাভাইরাসকে পুঁজি করে যেসব ব্যবসায়ী মাস্ক ও জীবাণুনাশকের দাম বাড়াচ্ছে তারা গণদুশমন বলে মন্তব্য করেছেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

আজ (বৃহস্পতিবার) সকালে গাইবান্ধার সাঘাটায় মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে তিনি আরো বলেন, বাঙালি সাহসী জাতি। তারা করোনা ভাইরাসকে ভয় পায় না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডা. বদরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরসহ অন্যরা। ২৫ জন বিশেষজ্ঞ ডাক্তার দিনব্যাপী প্রায় ৫ হাজার গরিব অসহায় রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like