যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শিশুসহ নিহত ৫
যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
স্থানীয় সময় গতকাল, নিউইয়র্কের স্প্রিং ভ্যালির একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ির ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছে খবর পেয়ে ঘটনায়স্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
এ সময়, আগুন নিয়ন্ত্রণে এলেও বাড়ির ভেতরে আটকে থাকা লোকজনকে উদ্ধার করতে ব্যর্থ হন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। পরে ভবনটির একতলা থেকে দুটি ও দুতলা থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, উদ্ধারকাজ পরিচালনার সময় ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হন। এছাড়া, আহত বাকি পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।