যুক্তরাষ্ট্রের টেনেসিতে ভয়াবহ বন্যা; ২১ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য টেনেসিতে ভয়াবহ বন্যায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে।
রাজ্যটির মধ্যাঞ্চলীয় হামফ্রিস কাউন্টির মধ্য দিয়ে বয়ে যাওয়া আকস্মিক বন্যায় এখনো নিখোঁজ রয়েছে প্রায় ২০ জন।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে কাউন্টিটির ওয়েভারলি শহরের পুলিশ ও দমকল বাহিনীর কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেন। এছাড়া হামফ্রিস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, শনিবার ওয়েভারলি শহরেই বন্যায় ২১ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় প্রশাসন জানায়, ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ওয়েভারলিতে স্কুল, ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনাসহ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় ক্ষতি কাটিয়ে উঠতে কেন্দ্রীয় সরকারের সহায়তা প্রয়োজন হতে পারে বলেও জানায় তারা।