যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুকধারীর হামলায় নারী ও শিশুসহ নিহত ৪
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক বন্দুকধারীর হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন।
রোববার, অঙ্গরাজ্যটির পোল্ক শহরের একটি বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ বছর বয়সী এক কন্যাশিশু আহত হয়েছে, যার শরীরে কমপক্ষে সাতটি গুলি বিদ্ধ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩৩ বছর বয়সী সেনাবাহিনীর প্রাক্তন সদস্য ওই হামলাকারী ঘটনাস্থলে হাজির হয়ে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে।
এক পর্যায়ে ওই বাড়ির লোকজনদের সঙ্গে তার তর্ক শুরু হয় এবং গুলি করতে শুরু করে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। তবে, পুলিশ আহতাবস্থায় ওই হামলাকারীকে গ্রেফতার করেছে এবং বর্তমানে সে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।