যুবককে ডেকে নিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে আরিফ হোসেন নামের এক যুবককে ডেকে নিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

রোববার দুপুরে র‌্যাব-৪- এর আশুলিয়ার নবীনগরে ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৪ সিপিসি-২- এর অধিনায়ক লে. কমান্ডার রাবিক মাহমুদ খাঁন।

এর আগে, ভোরে তাদের গাজীপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সেন্টু সরদার, জমির উদ্দিন, রাব্বি আহম্মদ ও জহিরুল ইসলাম।

র‌্যাব জানায়, গত ২১ জানুয়ারি গাজীপুর জেলার আরিফ নামের এক যুবককে আশুলিয়ার শিমুলিয়ার কলতাসুতি এলাকায় গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নেন সেন্টু নামের এক পূর্ব পরিচিত যুবক। পরে তার কাছে কয়েক লাখ টাকা মুক্তিপণ দাবি করলে তিনি টাকা দিতে অস্বীকার করেন। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ কলতাসুতি এলাকায় ফেলে রাখা হয়।