যুবলীগ নেতা সম্রাট হত্যা: ৩ বছর ২ আসামি গ্রেফতার

১১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার যুবলীগ নেতা দাঊদ সম্রাট হত্যাকাণ্ডের তিন বছর পর ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সীতাকুন্ড থানার ভুইয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- মীরসরাই থানার বাতালিয়া গ্রামের মো. মামুন ওরফে ডাকাত মামুন (২২) ও সীতাকুণ্ড থানার মধ্য মহাদেবপুর গ্রামের মো. নুরুল হুদা (২৫)।

এ নিয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, দাঊদ সম্রাট হত্যাকাণ্ডের ঘটনায় ২০১৯ সালের ১ জানুয়ারি তার মা জেবুন্নেসা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় ১৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা করেন।

‘হত্যাকাণ্ডের পর থেকে এজাহারনামী মূল আসামী মো. মামুন ও মো. নুরুল হুদা পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সীতাকুণ্ডের ভুইয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।’

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সীতাকুণ্ডের স্থানীয় ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি দাঊদ সম্রাটকে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা।