যেকোন ধরণের নাশকতা এড়াতে প্রস্তুত আইনশৃংখলা বাহিনী
পহেলা বৈশাখ উদযাপনে নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার দুপুরে, রমনা বটমূলে আইন শৃংঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে যে কোন পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত আছে। কোনো ধরনের নাশকতার আশংকা নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, সকল গোয়েন্দা সংস্থা সচেতন রয়েছে। ঢাকাসহ সারা দেশে পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি