যেসব শরিক নেতারা নৌকা নিয়ে নির্বাচন করবে

১০৩

ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৬ শরিক নেতা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনি যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছেন। তাদের মধ্যে ১৩ জন ১৪ দলীয় জোট এবং তিনজন নির্বাচনি জোট মহাজোটের শরিক নেতা।

শুক্রবার (৭ ডিসেম্বর) ১৬ শরিক নেতাদের হাতে মনোনয়নের চূড়ান্ত চিঠি তুলে দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্য নেতা দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এসব চিঠি শরিক নেতাদের হাতে হস্তান্তর করেন। শরিক নেতারা কেউ নিজে উপস্থিত হয়ে আবার কেউ দলের প্রতিনিধি পাঠিয়ে তা সংগ্রহ করেন।

জোটবদ্ধ হয়ে নির্বাচন করার আলোচনায় এখন পর্যন্ত ১৪ দলের শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টিকে পাঁচ আসন, জাসদ (ইনু)-কে তিন আসন, জাসদ (আম্বিয়া)-কে এক আসন, তরিকত ফেডারেশনকে দুই আসন, জাতীয় পার্টি (মঞ্জু) জেপিকে দুই আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এসব দল ১৪ দলের শরিক। এরা প্রত্যেকেই নৌকা প্রতীকে নির্বাচন করবেন। বিকল্পধারাকে দেওয়া হয়েছে তিনটি। তারাও নৌকায় নির্বাচন করবে।

ওয়ার্কার্স পার্টির মনোনয়নপ্রাপ্তরা হলেন দলটির সভাপতি রাশেদ খান মেনন (ঢাকা-৮), সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা (রাজশাহী-২), মোস্তফা লুৎফুল্লাহ (সাতক্ষীরা-১), টিপু সুলতান (বরিশাল-৩) এবং ইয়াসিন আলী (ঠাকুরগাঁও-৩)।

জাসদ থেকে মনোনয়ন পেয়েছেন দলটির সভাপতি হাসানুল হক ইনু (কুষ্টিয়া-২), সাধারণ সম্পাদক শিরীন আখতার (ফেনী-১) ও রেজাউল করিম তানসেন (বগুড়া-৪)।

বিকল্পধারায় মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব মেজর (অব.) এমএ মান্নান (লক্ষ্মীপুর-৪), মাহী বি চৌধুরী (মুন্সীগঞ্জ-১) এবং এফএম শাহীন (মৌলভীবাজার-২)।

জেপি থেকে নৌকার টিকিটে মনোনয়ন পেয়েছেন দলটির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু (পিরোজপুর-২) এবং রুহুল আমিন (কুড়িগ্রাম-৪)।

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর (চট্টগ্রাম-২ আসন), আনোয়ার খান লক্ষ্মীপুর-১ আসনে মনোনয়ন পেয়েছেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like