যোধপুরের উমাইদ ভবনে প্রিয়াঙ্কা-নিকের বিয়ে

১৪১

মার্কিন গায়ক-অভিনেতা নিক জোনাসের সঙ্গে আগামী মাসেই নভেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন প্রিয়্ংকা চোপড়া এমন গুঞ্জন রয়েছে ।

ফিল্মফেয়ার ম্যাগাজিনকে একটি সূত্র জানায়,কিছুদিন আগে প্রিয়াঙ্কা ও নিক ভারতের যোধপুরে এসেছিলেন। তখন সেখানে ঝলমলে উমাইদ ভবন প্যালেসকে বিয়ের ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছেন তারা। দুই পরিবার ও তাদের ঘনিষ্ঠ বন্ধুদেরই দেখা যাবে বেশি।
পিপল ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, নিকের ভাই গায়ক জো জোনাস অনেকদিন আগে অভিনেত্রী সোফি টার্নারের সঙ্গে বাগদান করেছেন। কিন্তু তাদের আগেই প্রিয়াঙ্কা ও নিক বিয়ের কাজ সেরে নেবেন বলে ধারণা করা হচ্ছে।

অবশ্য বিয়ের আভাস আগেভাগেই দিয়ে রেখেছেন প্রিয়াঙ্কা। কিছুদিন আগে আমেরিকার নারীবান্ধব ফ্যাশন ম্যাগাজিন ইনস্টাইলকে সাক্ষাৎকার দেন ৩৬ বছর বয়সী এই তারকা। তখন তিনি বলেন, ‘আমি একটি বই লিখছি। আর বিয়ের পরিকল্পনা করছি।’

এ বছরের মে মাস থেকে বেশকিছু অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেন দু’জনে। এছাড়া ভারতেও কয়েকবার এসেছেন তারা। গত ১৮ আগস্ট মুম্বাইয়ে তাদের ‘রোকা’ (শুভ মুহূর্ত) অনুষ্ঠান হয়। সেখানে বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা আসে।

You might also like