যৌতুকের দাবিতে গৃহবঁধকে নির্যাতন
গাজীপুরের টঙ্গীর কলেজগেট আউচপাড়া এলাকায় যৌতুকের দাবিতে গৃহবঁধূ ফাতেমা বেগমকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
নির্যাতিত ফাতেমা বেগম জানান, ২০১০ সালে আনিসুর রহমান ফিরোজের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের কয়েক মাস পর থেকেই তাকে নানাভাবে শারীরিক ও মানসিকভাবে ব্যাপক অত্যাচার-নির্যাতন করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে নেশাগ্রস্ত অবস্থায় মারধর করে। এ বিষয়ে যদি গৃহবধূ কোন প্রকার আইনের আশ্রয় নেয় তাহলে গৃহবধূকে ডিভোর্স দেওয়া ও মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এই বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি