রংপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের
রংপুরের কাউনিয়া উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় আহসান হাবিব নান্নু নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আহসান হাবিব নান্নু (২৩) কুড়িগ্রামের উলিপুর উপজেলার মণ্ডলের হাটের সেকেন্দার আলীর ছেলে।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পরিদর্শক বলেন, নান্নু তার স্ত্রীকে নিয়ে রংপুরে এসেছিলেন। স্ত্রীকে রেখে তিনি মোটরসাইকেলে কুড়িগ্রামে ফিরছিলেন। পথে পিছন থেকে ট্রাকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নান্নু মারা যান।
সেলিমুর আরও বলেন, ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে।