রংপুরে ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত
রংপুরে ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
সকালে রংপুর সদর উপজেলার পাগলাপীরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রংপুর থেকে একটি ট্রাক দ্রুত বেগে দিনাজপুরের দিকে যাবার সময় রংপুরের পাগলাপীর নামক স্থানে একটি অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরো ২ যাত্রী।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি