রংপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
রংপুর নগরীর শাপলা চত্বরে এলাকায় ট্রাক চাপায় আপন মিয়া (২২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
রোববার দিবাগত রাত ১২টার দিকে নগরীর শাপলা চত্বরে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী আপন (২২) নগরীর আনছারী মোড় এলাকার ফরিদ মিয়ার ছেলে। তিনি স্থানীয় বুলু মিয়ার মোটরসাইকেল গ্যারেজের মেকানিক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে নগরীর শাপলা চত্বর থেকে বিরিয়ানি কিনে মোটরসাইকেল যোগে রাস্তা পার হয়ে গ্যারেজে ফিরছিলেন আপন মিয়া। এসময় পিছন দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে আপন মিয়ার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।