রণবীর হচ্ছে সঞ্জয় দত্ত

৪৫০

একটার পর একটা লুক টেস্ট বাতিল। ছয় ঘণ্টা প্রস্থেটিক মেকআপ টিমের সামনে পোজ। ফাইনাল টেক ফ্লপ। রাত তিনটায় আড়মোড়া ভেঙে ওঠেই প্রোটিন শেকে চুমুক। তারপর সারাদিন ঘাম ঝরিয়ে জিমের ইনস্ট্রাকটরের আদেশ পালন। না পারলেই চোখ রাঙানি।

নিজের ভিতরের রণবীরকে সরিয়ে রেখে আপাদমস্তক ‘সঞ্জু’ হয়ে ওঠার জার্নির কথা এভাবে জানালেন রণবীর কাপুর। ভিডিওসহ সেই খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like