রমজানের শুভেচ্ছা জানালেন রোনালদো

ক্লাব ফুটবল থেকে আপাতত ছুটি মিলেছে বিশ্ব ফুটবলারদের। তবে বিশ্রামের সুযোগ নেই। কারণ দুদিন পরই আবারও আন্তর্জাতিক ম্যাচের সূচিতে ফুটবল নিয়ে ছুটতে হবে তাদের। এর মাঝেই শুরু হয়েছে মুসলমানদের পবিত্র মাস মাহে রমজান। ইতোমধ্যে বিশ্বের অনেক দেশে রমজান শুরু হয়ে গেছে। মুসলমানদের ধর্মীয় এই ‍উৎসব উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

বুধবার দিবাগত রাতে, নিজের অফিসিয়াল টুইটারে পোস্ট করে মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানান তিনি। পোস্টে সিআরসেভেন লিখেন, ‌‌‘সকল মুসলিমকে রমজান মুবারকের শুভেচ্ছা।’

সৌদি ক্লাব আল-নাসরের সঙ্গে এই মৌসুমে নতুন করে যুক্ত হয়েছেন রোনালদো। সেখানে তার সতীর্থদের বেশিরভাগই মুসলিম। শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে দলটির সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি। একইসঙ্গে মাঠের পারফরম্যান্সেও ফিরেছেন পুরনো ছন্দে।

এর আগেও তিনি দেশটির ধর্মীয় নানা সংস্কৃতিতে অংশ নিয়েছিলেন। বর্তমানে ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচ খেলতে পর্তুগাল দলের সঙ্গে যোগ দিয়েছেন রোনালদো। আগামী ২৪ মার্চ লিচেনস্টেইন এবং ২৭ মার্চ লুক্সেমবার্গের মোকাবিলা করবে পর্তুগাল।

এদিকে, পবিত্র রমজান মাস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদও। নিজেদের ফেসবুক পেইজে ক্লাবটি জানায়, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও দোয়া রইল।’সঙ্গে দেওয়া হয়েছে একটি প্রার্থনার ইমোজি।

স্প্যানিশ এই ক্লাবটিতে দুজন মুসলিম ফুটবলার রয়েছেন। একজন বর্তমান সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। অন্যজন জার্মানির ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। সাধারণত রোজা রেখেই ফুটবল খেলেন এই দুই ফুটবলার।

You might also like