রহস্যের গল্প নিয়ে  অর্জুন- পরিণীতি অভিনীত ‘সন্দীপ ভার্সেস পিংকি ফারার’ ছবির ট্রেলার

৯০

কাহিনিতে পিঙ্কি ওরফে পিঙ্কেশ দাহিয়ার চরিত্রে অভিনয় করেছেন অর্জুন কাপুর । আর সন্দীপের ভূমিকায় রয়েছেন পরিণীতি চোপড়া । দুই চরিত্রকে কেন্দ্র করেই গল্প আবর্তিত হয়েছে।

ট্রেলার দেখে যেটুকু বোঝা যাচ্ছে তাতে, সন্দীপকে খুন করার দায়িত্ব দেওয়া হয় পিঙ্কিকে। কিন্তু কোনও কারণে বার বার সেই কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয় সে। অদ্ভূত এক সফরে সঙ্গী হয়ে যায় দু’জনে।

গল্পের পরতে পরতে রহস্যের জাল বুনেছেন দিবাকর। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন নীনা গুপ্তা, রঘুবীর যাদব, জয়দীপ অহল্বাতের মতোঅভিনেতারা।

প্রায় একসঙ্গেই বলিউডে পথ চলা শুরু করেছিলেন অর্জুন ও পরিণীতি। ‘ইশকজাদে’ ছবি থেকেই তাঁদের জুটি বেশ জনপ্রিয়। গত বছরের ২০ মার্চ ‘সন্দীপ ভার্সাস পিঙ্কি ফারার’ ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত হয়ে যায়। এবার ১৯ মার্চ মুক্তির তারিখ ঠিক করা হয়েছে।

You might also like