রাইস কুকার বিস্ফোরণে শিশু সহ ৮ জনের মৃত্যু

১২৬

জয়পুরহাটে রাইস কুকার বিস্ফোরণে শিশু সহ একই পরিবারের ৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে বিস্ফোরণে ঘটনাস্থলেই দুলালের পুত্র মোমিন, মেয়ে বৃষ্টি ও মোমিনের শাশুরির মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজের অভিমুখে রওনা দিলে সিরাজগঞ্জের যমুনা সেতু পার হওয়ার পর পথে এ্যাম্বুলেন্সে মারা যান মোমিনের স্ত্রী পরিমা বেগম, মেয়ে হাসি, খুশি ও ছেলে নুর হোসেন।

এরপর ঢাকা টেকনিক্যাল মোড়ে মারা যান বাড়ির গৃহকর্তা দুলাল। জয়পুরহাট পুলিশ সুপার রশিদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে নিহত প্রত্যেককে ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like