রাঙামাটিতে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১০০

‌জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা-প্রতিপাদ্যে রাঙামাটিতে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, চেম্বার অব কমার্স-এর সভাপতি বেলায়াত হোসেন ভুঁইয়া, বিসিক সমন্বয় কর্মকর্তা শুভাশিষ চাকমাসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।

সভায় পাহাড়ের উৎপাদন আরো বাড়ানো প্রসঙ্গে, উৎপাদনশীলতার সাথে যারা জড়িত তাদের ট্রেনিংয়ের মাধ্যমে প্রশিক্ষিত করে তুলতে পারলে উৎপাদন বাড়ানো সম্ভব বলে বক্তারা মত দেন।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like