রাঙামাটিতে নতুন করে বিদেশ ফেরত ১০৫ জন হোম কোয়ারেন্টিনে
পার্বত্য জেলা রাঙামাটিতে নতুন করে বিদেশ ফেরত ১০৫ জনকে হোম কোয়ারেন্টিনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
গতকাল রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত শনিবার রাত পর্যন্ত রাঙামাটিতে হোম কোয়ারেন্টিনের সংখ্যা ছিলো ৮২ জন।
রোববার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলায় নতুন করে আরো ৩৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এরা সবাই বিদেশ ফেরত।
এ পর্যন্ত জেলায় সর্বমোট ১১৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিলো তবে রোববার ১০ জনের হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে। সে হিসেবে বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ১০৫ জন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি