রাঙামাটির তিনটি গ্রামে হাম রোগে এক সপ্তাহে পাঁচ শিশুর মৃত্যু
রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের তিনটি গ্রামে হাম রোগে আক্রান্ত হয়ে এক সপ্তাহে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে আক্রান্ত হয়েছে আরো শতাধিক শিশু।
এ ব্যাপারে রাঙামাটি সিভিল সার্জন বিপাশ খীসা জানান, শিশু মৃত্যুর বিষয়টি খুবই দুঃখজনক। ইতোমধ্যে রাঙামাটি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সেবা প্রদানের জন্য মেডিকেল টিম পাঠানো হয়েছে।
আরো উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারের সহায়তা নেয়ার চেষ্টা করছি, আশা করি অল্প সময়ের মধ্যে সমস্যাটি কেটে যাবে বলে তিনি জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি