রাঙামাটির নানিয়ারচরে সেনা টহলে হামলা, দুই সন্ত্রাসী নিহত
রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর টহল দলের ওপর সশস্ত্র হামলায় এক সেনা সদস্য আহত হওয়ার পর পাল্টা হামলায় হামলাকারীদের দু’জন নিহত হয়েছে।
রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেন। আইন-শৃঙ্খলা বাহিনী জানায়, গতকাল বিকেলে, উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের রউফ টিলায় সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালাতে যায় রাঙামাটি সদর জোনের সেনা সদস্যরা।
এ সময় পার্শ্ববর্তী আরেকটি অবস্থান থেকে সেনা টহলের ওপর গুলিবর্ষণ করা হলে সৈনিক শাহাবুদ্দিন গুলিবিদ্ধ হয়। এসময় সেনাবাহিনী পাল্টা গুলিবর্ষণ করলে হামলাকারীদের মধ্যে দুজন নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি