রাঙামাটির বন্দুকভাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত
রাঙামাটিতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান হত্যা মামলার অভিযুক্ত আসামি অর্পন চাকমা নিহত হয়েছেন।
আজ (বুধবার) ভোরে সদর উপজেলার বন্দুকভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
নিরাপত্তাবাহিনী জানায়, রাঙামাটি জোনের আওতাধীন শুভলং ক্যাম্পের একটি নিয়মিত টহল দল মাইসভাঙ্গা এলাকায় গেলে পাহাড়ের উপর ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী হঠাৎ তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।
আত্মরক্ষার্থে নিরাপত্তাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে অর্পন চাকমা’র গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি