রাঙামাটির শুভলং বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা
রাঙামাটির শুভলং বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার ও দোকানদারদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন সাংসদ দীপংকর তালুকদার।
মঙ্গলবার (১৬ জুন) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি জেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায়, ধামাইছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।
এ সময় রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পবিরারকে ৫ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৩০ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্ণেল রফিকুল ইসলাম পিএসসি, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হকসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অনান্য সেনা কর্মকর্তারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি