রাঙ্গামাটিতে ডেঙ্গু প্রতিরোধে মেডিকেল টিম

১০৮

রাঙ্গামাটিতে এ পর্যন্ত ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এছাড়া, ডেঙ্গু প্রতিরোধে গঠন করা হয়েছে মেডিকেল টিম।

আক্রান্তদের মধ্যে ১ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। ২ জন রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে রাঙ্গামাটি সদর হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবরের নেতৃত্বে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে সব পরীক্ষা এবং সচেতনমূলক ব্যানার, লিফলেট বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like