রাঙ্গামাটিতে তিন শতাধিক বৌদ্ধ বিহারে বিনামূল্যে ত্রিপিটক বিতরণ
রাঙ্গামাটিতে তিন শতাধিক বিহারে বিনামূল্যে ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক বিতরণ করেছে চট্টগ্রামস্থ ত্রিপিটক রিসার্চ সোসাইটি।
এ উপলক্ষে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে অষ্টপরিস্কার দান, বুদ্ধ মুর্তি দান, সংঘদানসহ নানা আয়োজন করা হয়। পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সহসভাপতি ভদন্ত ধর্মকীতি মহাথের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান ধর্ম দেশনা করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ সাধারণ সম্পাদক ভদন্ত শুভদর্ষী মহাথেরো।
নিউজ ডেস্ক / বিজয় টিভি