রাঙ্গামাটিতে পলওয়েল ন্যাচার পার্কে নব নির্মিত কটেজ ও সুইমিং পুলের উদ্বোধন

১২০

রাঙ্গামাটিতে জেলা পুলিশের পরিচালনাধীন পর্যটন বিনোদন কেন্দ্র পলওয়েল ন্যাচার পার্কে নব নির্মিত কটেজ ও সুইমিং পুলের উদ্বোধন হয়েছে।

দুপুরে রাঙ্গামাটি ডিসি বাংলো সংলগ্ন পলওয়েল ন্যাচার পার্কে দৃষ্টি নন্দন সুপরিসর কটেজ, ফোঁয়ারা ও সুইমিং পুলের উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী । এ সময় রাঙ্গামাটি পুলিশ সুপার মো. আলমগীর কবিরসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে পলওয়েল পার্কে এসে পৌঁছালে পুলিশ মহাপরিদর্শককে গার্ড অব অনার প্রদান করা হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like