রাঙ্গামাটির বিদ্যুৎহীন এলাকার শিক্ষার্থীদের সোলার চালিত এলইডি লাইট ও মাল্টি মিডিয়া ক্লাস রুম ডিভাইস প্রদান
রাঙ্গামাটির বিদ্যুৎহীন এলাকার শিক্ষার্থীদের সোলার চালিত এলইডি লাইট ও মাল্টি মিডিয়া ক্লাস রুম ডিভাইস প্রদান করা হয়েছে।
সোমবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের সহায়তায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে এ আয়োজন করা হয়। বিভিন্ন উপজেলার ৯টি বিদ্যালয়ের মোট ৭০২ জন শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন রাঙ্গামাটির সাংসদ দীপংকর তালুকদার। এসময় আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, শিক্ষা বিভাগের আহ্বায়ক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরীসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি