রাঙ্গামাটি ধনপাতা বৌদ্ধ বিহারে ১৫তম ‘কঠিন চীবর’ দানোৎসব অনুষ্ঠিত   

১৪৬

রাঙ্গামাটির জীবতলী ইউনিয়নের ধনপাতা বৌদ্ধ বিহারে পঞ্চশীল প্রার্থনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ১৫তম ‘কঠিন চীবর’ দান উৎসব।

দুপুরে বুদ্ধ পতাকা উত্তোলন ও ভিক্ষু সংঘকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন পুণ্যার্থীরা। এর পর বুদ্ধমূর্তি দান, সংঘদান ও ভিক্ষু সংঘের ধর্ম দেশনা, হাজার বাতি দান, আকাশ প্রদীপ দানসহ নানাবিধ দান ও উৎসর্গসহ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। ধর্মসভায় পূণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মদেশনা প্রদান করেন খাগড়াছড়ি আলুটিলা ভাবনা কেন্দ্রের অধ্যাপক করুনাবীর মহাস্থবির। ধর্মসভা ও পঞ্চশীল গ্রহণের পর ‘মুক্তির অহিংসা বাণী ছড়িয়ে যাক মানুষে মানুষে এবং সামনের দিনগুলোতে শান্তি ফিরে আসুক ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের’ এমন প্রার্থনার মধ্যদিয়ে শেষ হয় চীবরদান উৎসব।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like