রাজধানিতে বিশাল পর্দায় খেলা দেখাবে ম্যাংগো জুস ব্র্যান্ড ‘প্রাণ ফ্রুটো‌’

৩৯৮

ফুটবলপ্রেমীদের জন্য মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিশাল পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেছে দেশের অন্যতম সেরা ম্যাংগো জুস ব্র্যান্ড ‘প্রাণ ফ্রুটো।’

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল, সবগুলো ম্যাচ এখানে উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। শুক্রবার সন্ধ্যায় এই কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।

উপস্থিত ছিলেন প্রাণ ফ্রুটোর হেড অব মার্কেটিং আতিকুর রহমান সহ উর্দ্বত্তন কর্মকর্তার। বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি দর্শকদের জন্য রয়েছে ফুড ফেস্টিভাল,লাইভ কনসার্ট,ফুটবল আড্ডা, র‌্যাফেল ড্র সহ নানা আয়োজন।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like