রাজধানীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান
রাজধানীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মোস্তফা।
অভিযানে কাঠেরপুল এলাকার একটি ওয়াশিং কারখানা ও মাতুয়াইলের একটি হোটেলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হয়। এছাড়াও ডগাইর পশ্চিম পাড়া এলাকার একটি বাসায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়ায় গ্যাসের কমপ্রেশার মেশিন জব্দ ও জরিমানা করা হয়।
এ সময় তিতাস কর্মকর্তাদের সাথে বাড়ীর মালিকরা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।
এ বিষয়ে তিতাসের টিকাটুলি জোনের উপ-মহাব্যবস্থাপক মোনিরুল ইসলাম বলেন, সরকারের অবৈধ গ্যাস সংযোগের জিরো ট্রলারেন্সের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হচ্ছে। কারা এই অবৈধ সংযোগ দিচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এই অবৈধ সংযোগ দিচ্ছে তাদের আমরাও খুঁজছি। ইতোমধ্যে কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, তিতাসের কর্মকর্তা-কর্মচারিরাই অবৈধ এ সংযোগ দিয়ে থাকেন।