রাজধানীতে দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত

৩১৯

রাজধানীর উত্তরার ফায়দাবাদ এলাকায় টিএসি কলোনিতে দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত হয়েছে। নিহত নারী শারমিন আক্তার সিরাজগঞ্জ জেলার ইউসুফ মিয়ার মেয়ে।

পুলিশ ও স্বজনরা জানায়, রাজধানীর উত্তরার ফায়দাবাদ এলাকায় ঘাতক দেবর শফিউল ইসলাম নেশাগ্রস্থ অবস্থায় বাসায় এসে মা এবং ভাইয়ের বউয়ের সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এমতাবস্থায় দেবর এলোপাথাড়ি ছুরিকাঘাত করে ভাবিকে কে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে নিহত শারমিন আক্তারের স্বামী বাসায় আসলে নিহত অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে আনে। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করে পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like