রাজধানীতে বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ গ্রেফতার ২
রাজধানীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগ। এসময় ভেজাল ওষুধের সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীতে একটি চক্র নামিদামি ব্র্যান্ডের ওষুধ নকল করে তৈরি করতো। দীর্ঘদিন ধরে তারা এ কাজ করে আসছিল। গতকাল রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীতে অভিযান চালিয়ে চক্রের দুজনকে গ্রেফতার করা হয়। আর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ। এসব ভেজাল ওষুধ সেবন করে রোগীরা আরও বেশি সমস্যার সম্মুখীন হতে পারে।
এ বিষয়ে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।